• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৯, ২০১৯, ০৭:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০১৯, ০৭:৪৭ পিএম

জম্মু-কাশ্মীর ইস্যুতে পাক হুঁশিয়ারি 

সতর্ক না হলে ভারতকে কঠোর জবাব

সতর্ক না হলে ভারতকে কঠোর জবাব

যে কোনও 'দুর্ঘটনা'র বিরুদ্ধে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার (৯ আগস্ট) পাকিস্তান সেনাবাহিনীর সামরিক মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর এক টুইটের মাধ্যমে জানান, 'সতর্কতা' শব্দটি মানতে ব্যর্থ হলে নয়াদিল্লিকে ২৭শে ফেব্রুয়ারির তুলনায় অধিক শক্তিশালী জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চলতি বছর ফেব্রুয়ারির ২৭ তারিখ পাকিস্তান ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত করেছিল।

শুক্রবার ভারতীয় জেনারেল ভারত-অধিকৃত কাশ্মীরের শান্তি ব্যাহত করায় পাকিস্তানকে অভিযুক্ত করছে। চিনার কর্পস কমান্ডার লে. জেনারেল কেজেএস ধিলোনের বিবৃতিকে 'ভারতের স্বভাবজাত নির্ঘাত মিথ্যা' বলে উড়িয়ে দিয়ে মেজর জেনারেল গাফুর বলেছিলেন যে তারা 'আইওজে ও কে (ভারত শাসিত জম্মু-কাশ্মীর)-এর পরিস্থিতি ও ভারতের নির্মমতা থেকে বিশ্বের মনোযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে একটি মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর চেষ্টা করছে।'

মেজর জেনারেল গাফুর ভারত শাসিত জম্মু-কাশ্মীরের গণমাধ্যম ব্ল্যাকআউটকে ইঙ্গিত করে বলেন, আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ছিল। ভারতের কাশ্মীর যখন মিডিয়া ব্ল্যাকআউটের মুখোমুখি, পাকিস্তানের উন্মুক্ত কাশ্মীরে তখন বিদেশি মিডিয়া এবং ইউএনএমজিজিপ (ভারত ও পাকিস্তানে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দল) মনমতো জায়গা পরিদর্শন করে বেড়িয়েছেন। আপনিও কি তাই করেন?'

মেজর জেনারেল গাফুর ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ভারতীয় সেনাবাহিনীর যে কোনও ভুল ব্যবস্থা গ্রহণের চেষ্টায় পাকিস্তানের প্রতিক্রিয়া ২৭ ফেব্রুয়ারীর (২০১৯) চেয়েও শক্তিশালী হবে।'

তিনি কাশ্মীরিদের স্থিতিস্থাপকতা ও সংকল্পের প্রশংসা করে ধারাবাহিক টুইটের সমাপ্তি করেন। 'কয়েক দশক ধরে হাজার হাজার ভারতীয় সেনারা কাশ্মীরিদের দমন করতে ব্যর্থ হয়েছে। বর্তমান দমনপীড়ন ও সফল হবে না'। ভারতীয় সেনা জেনারেলের অভিযোগের প্রতিক্রিয়ায় পাকিস্তানের আইএসপিআর ডিজির এমন হুশিয়ারি দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেফটেন্যান্ট জেনারেল ধিলোন পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলেছিলেন এবং বলেছেন যে ভারত 'যে কোনও হুমকিকেই মোকাবিলা করবে'। এমনকি তিনি তাদের নিশ্চিহ্ন করার হুমকিও দিয়েছে যারা কাশ্মীরের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে।

দ্য ডন
এসকে