• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১১, ২০১৯, ০৭:০৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০১৯, ০৭:০৪ পিএম

মালয়েশিয়ায় প্রাণঘাতি ডেঙ্গুতে শতাধিক মৃত্যু, আক্রান্ত ৮০ হাজার

মালয়েশিয়ায় প্রাণঘাতি ডেঙ্গুতে শতাধিক মৃত্যু, আক্রান্ত ৮০ হাজার

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৩ জন। যা গত বছরের তুলনায় অনেক বেশি। সে বছর একই সময়ে ভাইরাস জনিত এই রোগে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ছিলে ৭০ জনের মতো। 

শনিবার (১০ আগস্ট) মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে মালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত ভাইরাস জনিত এই রোগে মৃতের সংখ্যা অন্তত ১১৩ জন। তাছাড়া গুরুতর আক্রান্ত হয়েছেন নারী ও শিশুসহ আরও কমপক্ষে ৮০ হাজারের মতো লোক। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

সরকারি হিসেবে এবার আক্রান্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশের বেশি ঘটনা দেশটির নগর অঞ্চলে ঘটেছে বলে জানিয়েছে মালয় হাসপাতাল সূত্র।

গত ২০১৭-২০১৮ সালে বিশ্বব্যাপী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছিল। যদিও চলতি বছর বিশেষত বাংলাদেশ, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামে ডেঙ্গুর প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

এসকে


 

আরও পড়ুন