• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১২, ২০১৯, ০৯:২২ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০১৯, ০৯:২২ এএম

ফিলিস্তিনে ঈদ জামাতে ইসরায়েলের বর্বর হামলা

ফিলিস্তিনে ঈদ জামাতে ইসরায়েলের বর্বর হামলা
ফিলিস্তিনি মুসল্লিদের জামাতে ইসরায়েলি পুলিশের হামলা- ছবি: হুরিয়াত নিউজ

পবিত্র ঈদুল আজহার দিনে জামাতে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। জেরুজালেমর অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে এ হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

সংবাদ সংস্থাটি জানায় রোববার (১১ আগস্ট) ঈদুল আজহার দিন এ অতর্কিত হামলা চালানো হয়। এ সময় নামাজরত অবস্থায় মুসলমানদের উপর হামলা চালানো হলে অন্তত ৩৭ জন মানুষ আহত হন। 

এএফপির প্রতিবেদন অনুযায়ী, আল আকসা মসজিদে এ সময় জামাতে নামাজরত ছিলেন মুসল্লিরা। হঠাৎ ইসরায়েল পুলিশের একটি ইউনিট মসজিদের ভেতর প্রবেশ করে অপ্রস্তুত অবস্থায় মুসল্লিদের উপর হামলা শুরু করে। এক পর্যায়ে জীবনের তাগিদে নামাজ ছেড়ে দিয়ে মুসল্লিরা হামলা প্রতিহত করার চেষ্টা চালালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় যেখানে বেশ কয়েকজন মুসল্লি আহত হন। আনুমানিকভাবে আহতের সংখ্যা ৩৭ জন বলে জানা গেলেও সে বিষয়ে সঠিক সংখ্যা জানা যায়নি।

হামলার সময় ইসরায়েল পুলিশ ফিলিস্তিনি মুসল্লিদের উপর টিয়ার গ্যাস, রাবার বুলেট দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে মুসল্লিদের উপর লাঠিচার্জ করা হয়।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের ফিলিস্তিন শাখার বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, রোববার ফিলিস্তিনি মুসলিমরা ঈদ উল আজহা পালন করছিলেন। নামাজ পরা অবস্থায় তাদের উপর হামলা হয়। তবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।

তথ্যসূত্র- এএফপি/হুরিয়াত নিউজ
এসকে