• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০২:২৯ পিএম

সম্মিলিতভাবে অর্জনের পথে এগিয়ে যেতে চায় ভারত: নরেন্দ্র মোদী

সম্মিলিতভাবে অর্জনের পথে এগিয়ে যেতে চায় ভারত: নরেন্দ্র মোদী
বাঁ থেকে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী লোতায় সেরিঙ- ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্মিলিতভাবে সম্ভাবনাময় আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য এক নতুন ঐক্য গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন ভুটানে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দিনের এক রাষ্ট্রীয় সফরের শেষ দিনে আজ (রোববার, ১৮ আগস্ট) রয়েল ইউনিভার্সিটি অব ভুটান-এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন মোদী।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোদী বলেন, 'বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা গ্রহণ থেকে মহাবিশ্ব গবেষণা-প্রতিটি ক্ষেত্রে সবাইকে সঙ্গে নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চায় ভারত। ঐক্যবদ্ধভাবে সকল ক্ষেত্রে সাফল্য অর্জনের প্রচেষ্টাকে জোরালো করতে হবে, সম্মিলিত ভাবে কাজ করে যেতে হবে নিজেদের এক নতুন উচ্চতায় নিয়ে যেতে।'

সাম্প্রতিক বিশ্বের প্রযুক্তিগত আধুনিকায়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'সমন্বয় গড়ে তোলার ক্ষেত্রে গতানুগতিকতার মাত্রা ছাড়িয়ে এক নতুন পর্যায়ে পৌছতে হবে। বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ থেকে শুরু করে মহাবিশ্ব গবেষণার মত সুবৃহৎ পরিসর, প্রযুক্তিভিত্তিক অর্থ-বিনিময় ব্যবস্থা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা; প্রতিটি ক্ষেত্রে এই সমন্বয় সাধনের চর্চা করতে হবে। অন্য যেকোন সময়ের চেয়ে বর্তমান বিশ্বে সম্ভাবনার ক্ষেত্রটি অনেক বেশি বিস্তৃত। তোমাদের মাঝে এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধারণ কিছু করার যথেষ্ট সামর্থ্য ও সম্ভাবনা রয়েছে যা আগামী প্রজন্মকে প্রভাবিত করতে পারে।'

ভারত-ভুটান সম্পর্কের বিষয়ে মোদী বলেন, 'ভারত ও ভুটানের সম্পর্ক যেমন প্রাচীন তেমনি আধুনিক। জ্ঞানার্জনের ক্ষেত্রে দুই দেশের মাঝে দীর্ঘসূত্রতা রয়েছে। বিংশ শতাব্দীর শুরু থেকেই বহু ভারতীয় নাগরিক ভুটান এসে শিক্ষকতা পেশায় নিবেদিত হয়েছেন। বর্তমানের মধ্যবয়সি ভুটানি নাগরিকদের মাঝে সম্ভবত এমন কাউকে পাওয়া যাবে না যিনি তার শিক্ষা জীবনে অন্তত একজন ভারতীয় শিক্ষকের সান্নিধ্য পাননি।'

এর আগে শনিবার (১৭ আগস্ট) ভুটানে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী লোতায় সেরিঙয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতীয় প্রধানমন্ত্রী। এ সময় ভুটানের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য নির্ধারিত আগামী পাঁচ বছরের যে পরিকল্পনা নেয়া হয়েছে, তা বাস্তবায়নে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মোদী।

এসকে

আরও পড়ুন