• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ১২:৪১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৯, ১২:৪১ পিএম

ব্যাপক বৃষ্টি-বন্যায় ভারতের উত্তরাঞ্চলে ৩০ জনের প্রাণহানি

ব্যাপক বৃষ্টি-বন্যায় ভারতের উত্তরাঞ্চলে ৩০ জনের প্রাণহানি


ব্যাপক বৃষ্টি, বন্যা ও ভূমিধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তরাঞ্চলীয় কয়েকটি রাজ্যে। রোববার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে বৃষ্টি, ভূমিধস ও ঘরের ছাদধসে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বহুলোক।

দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে বন্যার পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশে যমুনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
 
বৃষ্টি ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ। রোববার এখানে মারা গেছে ২৪ জন। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে পর্যটকরা আটকরা পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

উত্তরাখণ্ডে মারা গেছেন তিনজন। রাজ্যের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় ডুবে গেছে বহু গ্রাম।

ব্যাপক বৃষ্টিতে ঘরের ছাদ ধসে তিনজন মারা গেছে পাঞ্জাবে। পাঞ্জাবের বহু গ্রাম এখন পানির নিচে জারি করা হয়েছে বন্যা সর্তকতা।
 
বন্যা সতর্কতা জারি করা হয়েছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশেও। গঙ্গা যমুনাসহ রাজ্যের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আরআই

আরও পড়ুন