• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৩:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৪:০৩ পিএম

‘ট্রাম্পের ‍‍`টুইটার টার্মিনেশন’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বরখাস্ত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বরখাস্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজ

...............................................................................................

হোয়াইট হাউজের অন্যতম আলোচিত চরিত্র, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে তার পদ থেকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটার পেজে প্রকাশিত এক টুইট বার্তায় এ কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএন

বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন প্রকাশিত এক সংবাদে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে মতবৈষম্যের জের ধরেই জন বোলটনকে বরখাস্ত করেন ট্রাম্প। প্রকাশিত টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘গতরাতে আমি জন বোল্টনকে জানিয়েছি যে, হোয়াইট হাউজে তার আর আসার প্রয়োজন নেই।


"গতরাতে আমি জন বোল্টনকে জানিয়েছি যে, হোয়াইট হাউজে তার আর আসার প্রয়োজন নেই "

               — জন বোল্টনের অপসারণ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প


 

বোল্টনের সঙ্গে মতবৈষম্যের ব্যাপারে তিনি লিখেছেন, 'আমি তার অনেক পরামর্শের সঙ্গে জোরালোভাবে দ্বিমত পোষণ করেছি এবং আমার প্রশাসনের ব্যাপারেও তার সঙ্গে আমি অনেক ব্যাপারে দ্বিমত পোষণ করেছি। তাই আমি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছি এবং তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

এই টুইটে তিনি আরো লিখেছেন, ‘তার সেবার জন্য আমি জন বোল্টনকে অনেক ধন্যবাদ জানাই। আগামী সপ্তাহে আমি নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করব।’

এ বিষয়ে জন বোল্টন বলেছেন, ‘আমি গত রাতে পদত্যাগের প্রস্তাব দিয়েছি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা এ বিষয়ে আগামী কাল কথা বলব।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিভিন্ন সময়ে রসিকতাবশত 'যুদ্ধবাজ' বলে কৌতুক করেছেন জন বোল্টনকে। এ প্রসঙ্গে হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ‘এমন কোনো যুদ্ধ নেই যা জন বোল্টন পছন্দ করেন না।’
সিএনএন
এসকে 

আরও পড়ুন