• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০১:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ০১:৪৫ পিএম

ট্রাম্পের অভিবাসন পরিকল্পনার অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের অভিবাসন পরিকল্পনার অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের একটি চিত্র- ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন পরিকল্পনা ইতিবাচকভাবেই নিয়েছে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট। যদিও ওই পরিকল্পনায় অভিবাসন প্রত্যাশীদের পুরো প্রক্রিয়াটি আরও জটিল করা হয়েছে বলে মন্তব্য করেছে বিভিন্ন মহল।

 বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী আশ্রয় প্রার্থীদের যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছার আগেই আশ্রয়ের জন্য আবেদন করতে হবে। আবেদন মঞ্জুর হলে তবেই যুক্তরাষ্ট্রের অভিবাসী হতে পারবেন তারা।

বর্তমানে অনেক অভিবাসী প্রত্যাশী কোনো প্রাথমিক প্রক্রিয়া ছাড়াই যুক্তরাষ্ট্র সীমান্তে চলে আসেন। তারপর দেশের ভেতরে প্রবেশ করতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। মূলত এটি রোধ করতেই ট্রাম্প এমন পরিকল্পনা হাতে নিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এই পরিকল্পনার বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্য আমেরিকার অভিবাসী প্রত্যাশীরা। এরা অনেকে মেক্সিকো দিয়ে পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে ট্রাম্পের নতুন অভিবাসন পরিকল্পনা সামনে নিয়ে আসা হয়। কিন্তু পরিকল্পনা প্রকাশের পর পরই এক রুলের মাধ্যমে নিম্ন আদালতের সান ফ্রান্সিসকোর এক বিচারক এটি স্থগিত করেন।

এসকে

আরও পড়ুন