• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০১:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০১:৪৮ পিএম

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও নিয়ন্ত্রণে নেবে ভারত : জয়শংকর

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও নিয়ন্ত্রণে নেবে ভারত : জয়শংকর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরও ভারতের অংশ। একদিন এর নিয়ন্ত্রণ নেবে দেশটি। এমন হুশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। চ্যানেল টোয়েন্টিফোর

দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজাদ কাশ্মীর ইস্যুতে পরিস্কার অবস্থানে রয়েছে ভারত। শিগগিরই সেখানে নিজেদের অবস্থান জানান দেয়া হবে।

তিনি অভিযোগ করেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করছিল পাকিস্তান। কাশ্মির ইস্যুতে ইমরান-মোদির বৈঠকের সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে পাকিস্তান। চলতি মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিষয়টি উত্থাপনের কথা জানায় পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসএমএম

আরও পড়ুন