• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০১:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০১:৪০ পিএম

সৌদি আরবের ‍‍‘ভাড়াটে বাহিনী‍‍’ যুক্তরাষ্ট্র : ইরান

সৌদি আরবের ‍‍‘ভাড়াটে বাহিনী‍‍’ যুক্তরাষ্ট্র : ইরান

মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিরতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি 'ভাড়াটে বাহিনী' হিসেবে ব্যবহার করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এমনটাই দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, 'সৌদি-আমিরাতি যুবরাজদের সঙ্গে সেই তালিকায় রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সদ্য বিদায়ী মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।'

শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইরানি মন্ত্রী এসব কথা বলেন। যেখানে তিনি মধ্যপ্রাচ্যের এই দেশ দুটির যুবরাজদের, নেতানিয়াহু এবং জন বোল্টনকে বি-টিম হিসেবে আখ্যায়িত করেছেন।

........................................................

জাওয়াদ জারিফ বলেছেন, 'বি-টিমের ধারণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই বশে আনা যায়। ফলে তাকে সম্পূর্ণ মিথ্যা প্ররোচনা দিয়ে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যাবে।'

ইরানি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, 'দীর্ঘদিন যাবত এমন প্ররোচনা বা উসকানি সত্ত্বেও ট্রাম্প তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবেন বলে আমি মনে করি না।'

এ দিকে সৌদির তেল স্থাপনায় হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তেহরানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রিয়াদ। শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের তেলক্ষেত্রে হামলা ইয়েমেন থেকে চালানো হয়নি, এটি আমরা পুরোপুরি নিশ্চিত। কেননা উত্তর দিক থেকেই হামলাটি হয়েছে। খুব শিগগিরই তদন্তের মাধ্যমে এর প্রমাণ বেরিয়ে আসবে। আর তখন ইরানের এর সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'

অপর দিকে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'আমাদের কাছে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। আমি আগেও অনেকবার বলেছি, খুবই সহজেই মার্কিন সেনারা ইরানি ভূখণ্ডে প্রবেশ করতে পারবে। এটা হবে খুবই সহজ একটা সিদ্ধান্ত।'

তিনি বলেন, 'আমাদের কাছে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। আমি আগেও অনেকবার বলেছি, খুবই সহজেই মার্কিন সেনারা ইরানি ভূখণ্ডে প্রবেশ করতে পারবে। এটা হবে খুবই সহজ একটা সিদ্ধান্ত।'

এসকে

আরও পড়ুন