• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩, ২০১৯, ০১:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩, ২০১৯, ০১:৫৭ পিএম

কঙ্গোতে সোনার খনি ধসে ২০ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কঙ্গোতে সোনার খনি ধসে ২০ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে অবস্থিত একটি সোনার খনি ধসে অন্তত ২০ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।ধসে পড়া খনির ভেতরে এখনো অনেক শ্রমিক আটকা পড়ে থাকায়, প্রাণহানির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বুধবার (২ অক্টোবর) দেশটির মানিয়েমা প্রদেশের কাম্পেন শহরে এই মর্মান্তিক খনি ধসের ঘটনা ঘটে। সেখানে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর আঞ্চলিক কর্মকর্তারা এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ২০ জন নিশ্চিত করে। 

এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃত তিনজন শ্রমিককে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া ধসে পড়া খনিতে এখনো উদ্ধার তৎপরতা চলছে বলেও জানায় রয়টার্স। 

এ দিকে কঙ্গোর মানবাধিকার কর্মী জাস্টিন অসুমানি এই খনিটিকে অনুমোদনহীন ও অবৈধ দাবি করে বলেছেন, ‘বুধবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে আচমকা এই অবৈধ সোনার খনিটি ধসে পড়ে। মূলত এতেই অনেক লোক হতাহত হয়।’

তিনি আরো বলেন, ‘ধসে পড়ার সময় খনিটিতে গর্ভবতী নারী ও শিশুসহ বহু মানুষ কর্মরত অবস্থায় ছিল। যাদের মধ্যে অনেকেই এখনো সেখানে আটকে আছেন।’

অপর দিকে মানিয়েমা প্রদেশে কর্মরত বেসরকারি সংস্থার কর্মকর্তা স্টিফেন কামুনডালা ‘রয়টার্স’কে বলেন, ‘ধসে পড়া খনিটির অভ্যন্তরে এখনো বহু শ্রমিক আটকা পড়ে আছেন। বর্তমানে তাদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।’

এসকে/টিএফ
 

আরও পড়ুন