• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০৯:৫৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০১৯, ০৯:৫৮ এএম

চলতি বছরে ১০ লাখ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে যুক্তরাষ্ট্র

চলতি বছরে ১০ লাখ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে যুক্তরাষ্ট্র
অভিবাসীদের ঢল-ফাইল ছবি (ইন্টারনেট)

চলতি বছর অন্তত ১০ লাখ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। যা গেলো এক যুগের মধ্যে দেশটির ইতিহাসে রেকর্ড। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে মার্কিন অভিবাসন বিভাগ।

এক বিবৃতির বরাত দিয়ে যমুনাটিভি অনলাইন জানায়,  এল পাসো, টেক্সাস এলাকার মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশের সময় সবচেয়ে বেশি আটক হয়েছে অভিবাসন প্রত্যাশীরা। আটককৃতদের বেশিরভাগই মেক্সিকো, ভেনেজুয়েল, হন্ডুরাসসহ লাতিন আমেরিকার দেশ গুলোর নাগরিক। এছাড়া অবৈধভাবে বসবাসরত রাজনৈতিক আশ্রয়প্রার্থীরাও রয়েছেন এ তালিকায়।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, বছরের শুরুতেই আটক করা হয় ৫১ হাজার অভিবাসন প্রত্যাশী। বর্তমানে বিভিন্ন কারাগারে মানবেতর দিন কাটাচ্ছে আটককৃতরা। মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ২০০০ সালে আটক করা হয় ১৬ লাখ অভিবাসন প্রত্যাশী।

এসএমএম