• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০১:১৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০১:১৬ পিএম

বিবিসির ১০০ নারী ২০১৯: তালিকায় রোহিঙ্গা ক্রিকেটার জেসমিন

বিবিসির ১০০ নারী ২০১৯: তালিকায় রোহিঙ্গা ক্রিকেটার জেসমিন
সৌজন্যে: বিবিসি বাংলা

গত কয়েক বছরের মতো এবারও বিশ্বে আলোচনার কেন্দ্রে থাকা ১০০ নারীর তালিকা তৈরি করেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি। এবছর তালিকায় স্থান পেয়েছেন মিয়ানমার থেকে বাংলাদেশে শরণার্থী হয়ে আসা পরিবারের সন্তান জেসমিন আখতার।

জেসমিন একজন রোহিঙ্গা নারী - যে রোহিঙ্গাদের জাতিসংঘ বর্ণনা করেছে পৃথিবীর সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘু জনগোষ্ঠীর অন্যতম বলে।

জেসমিনের জন্ম বাংলাদেশের এক শরণার্থী শিবিরে। জন্মের কিছু আগেই তার বাবা মারা যান।

যুক্তরাজ্যে জেসমিন আসেন একজন শরণার্থী হিসেবেই। ব্রিটেনে আসার পর ক্রিকেট খেলায় তিনি বিশেষ পারদর্শিতা দেখান।

ব্র্যাডফোর্ড শহরে জেসমিন এবং তার বন্ধুরা মিলে শুধু এশীয় বংশোদ্ভূত মেয়েদের একটি ক্রিকেট দল গড়ে তোলেন।

এ বছর একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে প্রথম স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে। সেবামূলক উদ্দেশ্যে চালু করা এই টুর্নামেন্টে ইংল্যান্ড দলের একজন খেলোয়াড় হিসেবে জেসমিনকে মনোনীত করা হয়।

জেসমিন বলেন, মুক্ত মানুষ হিসেবে প্রতিটি নি:শ্বাস আপনাকে আরো বেশি আনন্দ দেয়। সেই অনুভূতি কেমন তা আমি জানি।

তালিকায় আরও স্থান পেয়েছেন ভারতশাসিত কাশ্মীরের 'আয়রন লেডি' বলে খ্যাত মানবাধিকারকর্মী পারভীনা আহাঙ্গার, প্রথম অলিম্পিক পদক জেতা ইরানি অ্যাথলেট কিমিয়া আলিজাদেহ, জলবায়ু পরিবর্তন রোধের আলোচিত আন্দোলনকারী ১৫ বছরের কিশোরী গ্রেটা থানবার্গ প্রমুখ।

আরও পড়ুন