• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৪:১৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৪:১৮ পিএম

কুর্দিরা অস্ত্র সমর্পণ করলেই অভিযান বন্ধ, ঘোষণা তুরস্কের

কুর্দিরা অস্ত্র সমর্পণ করলেই অভিযান বন্ধ, ঘোষণা তুরস্কের

মার্কিন সেনা প্রত্যাহারের পর পরই সিরিয়ায় শুরু হওয়া তুর্কি অভিযান বন্ধের প্রসঙ্গে মুখ খুলেছে দেশটির প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত সংবাদে জানা যায়, কুর্দিরা অস্ত্র ত্যাগ কিংবা আত্মসমর্পণ করলেই দেশটির উত্তরাঞ্চলে অভিযান চালানো বন্ধ করবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান। 

তুর্কি সেনারা এখন সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের ওপর সশস্ত্র অভিযান চালাচ্ছে। এই অভিযান কবে বন্ধ হবে এই প্রশ্ন সবার মনে। তুরস্কের প্রেসিডেন্ট নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন।

সিরিয়া অভিযান বন্ধ করা প্রসঙ্গে তিনি জানান, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র ত্যাগ করে এবং পরিকল্পিত নিরাপদ অঞ্চল থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়, তবেই উত্তর সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযান বন্ধ করা হবে।

এছাড়া অন্য কোনো শক্তিই এই অভিযান বন্ধ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। তার ভাষায়, সবচেয়ে দ্রুত সমাধান হচ্ছে, জঙ্গিরা তাদের অস্ত্র সমর্পণ করবে এবং ওই এলাকা থেকে সরে যাবে। নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পরেই অভিযান স্থগিত করা হবে।

এসকে

আরও পড়ুন