• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯, ১২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০১৯, ১২:৫৬ পিএম

আমরা জঙ্গিদের মুক্ত করে দেবো : ট্রাম্প

আমরা জঙ্গিদের মুক্ত করে দেবো : ট্রাম্প

আটক জঙ্গিদের মুক্ত করে দেয়ার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক-সিরিয়ায় এক সময় ভয়াবহ তৎপরতা চালানো সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া নাগরিকদের নাকি ফিরিয়ে নিতে সম্মত হয়েছে ইউরোপীয় বিভিন্ন দেশ। 

শনিবার (১৯ অক্টবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি প্রকাশিত সংবাদে জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ‘ইউরোপের বেশ কয়েকটি দেশ এই প্রথম যেসব নাগরিক অতীতে আইএসের হয়ে যুদ্ধ করেছিল তাদের ফেরত নিতে রাজি হয়েছে।’ খবর এপির

দীর্ঘদিন যাবত বন্দি অবস্থায় থাকা আইএস জঙ্গিদের ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে ইউরোপীয় দেশগুলোর সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এবার আমরাও ইউরোপকে দেওয়া আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। কেননা তাদের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ভীষণই আনন্দিত।’

যদিও এর আগে বহুবার মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় দেশগুলোকে এসব জঙ্গিদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। যেখানে তিনি বলেছিলেন, ‘পশ্চিমা দেশগুলো থেকে অসংখ্য নাগরিক আইএসের হয়ে জঙ্গিবাদে জড়িয়েছিল। বর্তমানে তাদের অনেকেই আমাদের হাতে বন্দি রয়েছে। যে কারণে অবিলম্বে সেসব বন্দিদের নিজ নিজ দেশে ফিরিয়ে না নিলে আমরা ইরাক-সিরিয়া থেকে আটক জঙ্গিদের মুক্ত করে দেব।’

এর আগে ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের মদদে ইরাক-সিরিয়ায় উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের উত্থান ঘটে। যদিও পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলো থেকে হাজার হাজার যুবক সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠীটিতে নিজেদের নাম লেখায়। যার মধ্যে অনেকে সম্মুখ যুদ্ধে প্রাণ হারিয়েছে; আর বাকিরা মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে বন্দি হয়েছে।

বিশ্লেষকদের মতে, উগ্র এই সন্ত্রাসী গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের দেশ দুটি থেকে উৎখাত হওয়ার পর এখন নিজ দেশের নাগরিক এসব জঙ্গিকে নিয়ে ইউরোপীয় দেশগুলো এক রকম বিপাকে পড়েছে। যে কারণে এসব দেশগুলোকে বর্তমানে ইরাক-সিরিয়া প্রসঙ্গে নিজেদের ভুল নীতির পরিণামও ভোগ করতে হচ্ছে।

এসকে

আরও পড়ুন