• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯, ০৪:১৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০১৯, ০৪:১৮ পিএম

তুর্কি সেনাদের সিরিয়া ত্যাগের হুমকি আসাদের

তুর্কি সেনাদের সিরিয়া ত্যাগের হুমকি আসাদের

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অভিযানরত তুর্কি সেনাদের দেশ ত্যাগের জন্য হুমকি প্রদান করেছেন সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ অভিযানে এখন পর্যন্ত অন্তত পাঁচ শতাধিক কুর্দি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। তুর্কি জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

শনিবার (১৯ অক্টবর) যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অঞ্চলটি থেকে নিজেদের সেনা প্রত্যাহারের পর এবার সেখানে সেফ জোন প্রতিষ্ঠায় কোনো ধরনের সামরিক সহায়তা করা হবে না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও কেবল মার্কিন সেনাই নয় এর পাশাপাশি তুর্কিদেরও অঞ্চল ত্যাগ করতে হবে বলে এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানী দামেস্কে তিনি রুশ প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভের সঙ্গে এক বিশেষ বৈঠকের পর গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেছেন, ‘মার্কিন সেনাদের পাশাপাশি এবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি সেনাদের বিরুদ্ধে অভিযানে লিপ্ত তুর্কি বাহিনীকেও অঞ্চল ত্যাগ করতে হবে। একই সঙ্গে সিরিয়ায় অবস্থানরত সকল বিদেশি সেনাদের অবিলম্বে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে। সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান বন্ধের পাশাপাশি তুর্কি ও মার্কিন সেনা নির্বিশেষে অবৈধভাবে দেশটিতে অবস্থানরত সকল বিদেশি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে হবে। কেননা আন্তর্জাতিক আইন মোতাবেক, সিরিয়ার ভূমিতে অবস্থানরত এসব বিদেশি সেনা ‘দখলদার’ হিসেবে চিহ্নিত হয়।’

বিবৃতিতে প্রেসিডেন্ট আসাদ আরও বলেন, ‘আমার জনগণ অচিরেই দখলদার সেনাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। তখন যা আর দমানো যাবে না।’

সাক্ষাৎ শেষে সিরিয়ার অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ওপর রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে পুনর্ব্যক্ত করে ল্যাভরেন্তিয়েভ বলেছেন, ‘এখানকার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় মস্কো এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে অতীতের মতো এখনো অবস্থান নিয়ে আছে। রাশিয়া যা কখনোই মেনে নেবে না।’

এর আগে গত ৯ অক্টোবর সিরিয়ায় অবস্থানরত মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর ওপর সশস্ত্র অভিযান শুরু করে তুরস্ক। বর্তমানে যা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি অবস্থাতে থাকলেও থেমে থেমে এখনো তা অব্যাহত আছে।

এসকে

আরও পড়ুন