• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০৩:০৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০১৯, ০৩:০৫ পিএম

আমাকে অভিশংসনের ফাঁদে ফেলা হচ্ছে, দাবি ট্রাম্পের

আমাকে অভিশংসনের ফাঁদে ফেলা হচ্ছে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য মতে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) ক্যাবিনেটে নিয়মিত বৈঠকের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে, তাকে অভিশংসনের ফাঁদে ফেলার চেষ্টা চলছে।

বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদ আগে থেকেই আমাকে অভিশংসনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। বিষয়টি এখন আর আমার অজানা নয়।’

প্রেসিডেন্ট আরও বলেন, ‘কেবল তদন্ত নয়, অনেক আগেই ইউক্রেন ইস্যুতে আমাকে অভিশংসনের পাঁয়তারা করে রেখেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। যদিও তারা কখনো মিট রমনিকে নিয়ে কোনো মন্তব্য করবে না। তারা কেবল আগামী নির্বাচনে আমাকে ঠেকানোর প্রচেষ্টা চালাচ্ছে।’

বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গ্রহণ করলেও; মার্কিন সিনেটে এখনো সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রেসিডেন্টের পদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা অতটা সহজ নয়। দ্য গার্ডিয়ান

এসকে

আরও পড়ুন