• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৯, ০৩:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৮, ২০১৯, ০৩:৫৪ পিএম

সিরিয়ার পূর্ব সীমান্তে তুরস্কের ‍‍`অপারেশন কিরণ-৫‍‍`

সিরিয়ার পূর্ব সীমান্তে তুরস্কের ‍‍`অপারেশন কিরণ-৫‍‍`

সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান শেষ করার পর এবার নিজেদের পূর্ব সীমান্তে অভিযান শুরু করেছে তুরস্ক। নতুন এই সামরিক অভিযানের নাম ‘অপারেশন কিরণ-৫’। শুক্রবার এই অভিযান শুরু হয়।

শুক্রবার (৮ নভেম্বর) তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন কিরণ-৫ শুরুর ঘোষণা দেন। দেশের পূর্ব সীমান্তে এই অভিযান শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে ২ হাজার ৬২৫ জন সামরিক সদস্য এবং ১৭৯টি ইউনিট।

স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, তুরস্কের পূর্ব সীমান্তে দিয়ারবাকির, বিঙ্গল এবং মুস প্রদেশে অভিযান পরিচালিত হবে। অঞ্চলগুলো থেকে সন্ত্রাসীদের তাড়াতেই এমন অভিযান শুরু করা হচ্ছে।

গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। ওই অভিযানের উদ্দেশ্য ছিল অঞ্চলটিকে কুর্দিমুক্ত করা। কয়েকদিন আগে অভিযান শেষ হলেও এখনো অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে।

এসকে
 

আরও পড়ুন