• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০১:০৯ পিএম

পেরুতে বাস দুর্ঘটনায় ১৯ যাত্রী নিহত

পেরুতে বাস দুর্ঘটনায় ১৯ যাত্রী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। এতে আরও কমপক্ষে ২৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যমে ‘দ্য অস্ট্রেলিয়ান’ জানায়, মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে দেশটির অতুজকো প্রদেশে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়ক থেকে প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে গেলে এতো সংখ্যক লোক হতাহত হন।

উদ্ধারকারী দলের একজন মুখপাত্র জানান, বাসটির অধিকাংশ যাত্রী পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালাঙ্কাস গ্রামের বাসিন্দা। তারা মূলত সেখানে থেকে ত্রুজিলোর দিকে যাচ্ছিলেন।

তিনি বলেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটতে পারে।’

এসকে

আরও পড়ুন