• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৩:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০৬:৪২ পিএম

তীব্র খরায় বিপন্ন জিম্বাবুয়ের প্রাণীকুল

তীব্র খরায় বিপন্ন জিম্বাবুয়ের প্রাণীকুল

ভিডিও: তীব্র খরায় জিম্বাবুয়ের মানাপুলস ন্যাশনাল পার্কে বিপন্ন বন্যপ্রাণীকূল

তীব্র খরায় গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত জিম্বাবুয়ের মানাপুল ও হোয়াঙ্গে ন্যাশনাল পার্কের অন্তত দুইশ হাতির মৃত্যু হয়েছে। এছাড়া খরার কারণে ব্যাপকহারে মারা যাচ্ছে জিরাফ, মহিষ ও হরিণসহ অন্য প্রাণীরা।   খবর দ্য টেলিগ্রাফ

বন্যপ্রাণীর মতো গবাদি পশুর লাশ পড়ে আছে জিম্বাবুয়ের মাঠে

এ বিষয়ে বুধবার (১৩ নভেম্বর) জিম্বাবুয়ে পার্ক ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র তানাশে ফারাও  গণমাধ্যমে জানান, তীব্র খরার কারণে প্রাণীদের বেঁচে থাকাটা কঠিন হয়েছে উঠেছে। বৃষ্টি না হলে এ অবস্থার উন্নতি সম্ভব নয়। 

তিনি আরও বলেন, খাবার ও পানির খোঁজে অনেক প্রাণী, বিশেষ করে হাতি লোকালয়ে চলে যায়। কখনো কখনো ওরা স্থানীয়দের আক্রমণ করে বসে। তখন আত্মরক্ষার্থে স্থানীয়রা পাল্টা আক্রমণ করে। এভাবেও প্রাণ হারিয়েছে অনেক প্রাণী।

হোয়াঙ্গে ন্যাশনাল পার্কে মৃত হাতি

পারিস্থিতি বিবেচনায় ছয়শ হাতি, দুই প্রজাতির সিংহ ও অন্য কয়েকটি প্রাণীকে জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্বে অবস্থিত সেভ ভ্যালি কনজারভেন্সি থেকে কম সংখ্যক প্রাণী আছে এমন পার্কে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তানাশে ফারাও।

উল্লেখ্য, জিম্বাবুয়েতে আনুমানিক ৮৫ হাজার হাতি রয়েছে, যা সংখ্যার দিক থেকে প্রতিবেশী দেশ বতসোয়ানার পর দ্বিতীয় বৃহত্তম।

এসকে

আরও পড়ুন