• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ০৪:৩১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৫, ২০১৯, ০৪:৩৫ পিএম

‘কাল্ট’ অভিহিত করার জের

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে বিক্ষুব্ধ শিখ সম্প্রদায়

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে বিক্ষুব্ধ শিখ সম্প্রদায়

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে আগে থেকেই মুসলিম সম্প্রদায়ের চাপা ক্ষোভের মুখে থাকা ভারত সরকার ও দেশটির উচ্চতর আদালতের বিরুদ্ধে এবার বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশটির শিখ সম্প্রদায়।

শুক্রবার (১৫ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা ইন্ডীয়ান এক্সপ্রেস জানায়, শিখরা দাবি করছে, বাবরি মসজিদ সংক্রান্ত মামলার ঘোষিত রায়ের মাধ্যমে তাদের অপমান করা হয়েছে। যেখানে শিখদের 'কাল্ট' বলে অভিহিত করা হয়।

বাবরি মসজিদের পূর্ণাঙ্গ রায়ে শিখদের উদ্দেশে ‘কাল্ট’ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ ভুয়া ধর্ম বা মিথ্যা বিশ্বাস। এ কারণে রায় নিয়ে ক্ষেপেছে শিখ ধর্মাবলম্বীরা। তারা বলছে, রায়ের মাধ্যমে শিখদের ধর্মকে অবমাননা করেছে ভারতের শীর্ষ আদালত।

এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়্যারের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হিন্দু-মুসলিমদের মধ্যে বিরোধপূর্ণ জায়গা বাবরি মসজিদের রায়ে শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তারা।

বাবরি মসজিদের পূর্ণাঙ্গ রায়ে শিখদের উদ্দেশে ‘কাল্ট’ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ ভুয়া ধর্ম বা মিথ্যা বিশ্বাস। এ কারণে রায় নিয়ে ক্ষেপেছে শিখ ধর্মাবলম্বীরা। তারা বলছে, রায়ের মাধ্যমে শিখদের ধর্মকে অবমাননা করেছে ভারতের শীর্ষ আদালত।

এরইমধ্যে বাবরি মসজিদের রায় শিখ সম্প্রদায়ের জন্য অপমানসূচক বলে উল্লেখ করেছে সম্প্রদায়টির নেতারা। এ সময় তারা বলেন, বিচারকদের বিবেক কাজে লাগানোর দরকার ছিল। দরকার হলে রায়ের আগে তারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারতেন।

এ সম্পর্কে দিল্লির আইনজীবী নিনা সিং বলেন, এ বিষয়ে ভারতের প্রধান বিচারপতির কাছে দ্রুতই লিখিত অভিযোগ দেওয়া হবে। শিখদের অপমান করে রায়ে যা উল্লেখ করা হয়েছে তা দ্রুত সংশোধন করতে হবে।

এসকে

আরও পড়ুন