• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ০৬:০০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৫, ২০১৯, ০৬:০০ পিএম

ট্রাম্পের আলোচনা প্রস্তাবে কিমের ‘না’

ট্রাম্পের আলোচনা প্রস্তাবে কিমের ‘না’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বরে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিম জং উনকে। তবে ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া সেই আলোচনা প্রস্তাব নাকচ করে দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উত্তর কোরিয়ার পারমাণবিক আলোচক কিম মায়ং গিলের বরাত দিয়ে ‘নর্থ কোরিয়া টাইমস’ এ কথা জানিয়েছে। 

 

ট্রাম্পের আলোচনা প্রস্তাব নাকচ করে দেওয়া প্রসঙ্গে কিম মায়ং গিল বলেন, এই আলোচনা প্রস্তাব দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের নেতিবাচক উদ্দেশ্য রয়েছে। তাই উত্তর কোরিয়া মার্কিনীদের সঙ্গে কোনো প্রকারের আলোচনায় বসতে রাজি নয়।

তবে কিম মায়ং এটাও জানিয়েছেন যে, যদি সমস্যা সমাধান হয়, তবে উত্তর কোরিয়া বিশ্বের যে কোনো দেশের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সেটা যুক্তরাষ্ট্র হোক, কিংবা অন্য কোনো দেশ।

এ দিকে উত্তর কোরিয়ার পারমাণবিক আলোচকের এমন মন্তব্যের কোনো প্রতিক্রিয়া না জানালেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ট্রাম্প গত বছরের জুনে সিঙ্গাপুরে কিম জং উনকে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। আর নিজের প্রতিশ্রুতি রক্ষায় তিনি বদ্ধ পরিকর।

প্রসঙ্গত, পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনা চলছে।

এসকে

আরও পড়ুন