• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ১০:১৫ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ১০:১৫ এএম

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

শ্রীলঙ্কার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭ টায় শুরু হওয়া ভোট চলবে টানা ১০ ঘণ্টা।

রেকর্ড ৩৫জন প্রার্থী অংশ নিচ্ছেন এবারের নির্বাচনে।

মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রভাবশালী দুই রাজনৈতিক পরিবারের সদস্য সাজিথ প্রেমাদাসা ও গোতাবায়া রাজাপাকসের মধ্যে। ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি- ইউএনপি’র প্রার্থী সাজিথ সাবেক প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে। সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় তিনি।

বিরোধী শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট- এসএলপিপি’র প্রার্থী গোতাবায়ে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শ্রীলঙ্কা। ২২টি নির্বাচনি জেলায় একযোগে ভোটগ্রহণ চলছে ১২ হাজার ৮৪৫টি ভোটকেন্দ্রে। নিবন্ধিত ভোটার ১ কোটি ৫৯ লাখ।ি

এসএমএম

আরও পড়ুন