• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৮:৪৮ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৮:৪৮ এএম

লিবিয়ায় বিমান হামলায় এক বাংলাদেশি নিহত, আহত ১৫

লিবিয়ায় বিমান হামলায় এক বাংলাদেশি নিহত, আহত ১৫
বোমা হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে  বিস্কুট কারখানায় বিমান হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। 

সোমবার (১৮ নভেম্বর) ত্রিপোলির দক্ষিণের ওয়াদি রাবিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম আশরাফুল ইসলাম বলেন, বিস্কুট কারখানায় বিমান হামলায় বাবু লাল নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন। আহতরাও  বাংলাদেশি। আহতদের মধ্যে একজনের অবস্থান আশঙ্কাজনক। নিহত বাবু লাল রাজশাহী জেলার বাগমারা এলাকার বাসিন্দা। 

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলায় নিহত হয়েছেন মোট ৬জন। এদের মধ্যে একজন বাংলদেশি। বাকিরা লিবিয়ার নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

গৃহযুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলির দখল নিয়ে গত এপ্রিল থেকে সংঘাত তুমুল রূপ নিয়েছে। এর মধ্যে জেনারেল খলিফা হাফতারের ঘোষিত লিবিয়ান জাতীয় সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘ সমর্থিত সরকারের লড়াই বেশি প্রাণহানি ঘটাচ্ছে।

বিএস