• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৫:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০৫:৪৮ পিএম

দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু, নেতৃত্ব সংকটের শঙ্কায় ইসরায়েল

দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু, নেতৃত্ব সংকটের শঙ্কায় ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ইসরায়েলের আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতি গণমাধ্যম কর্মীদের সামনে পড়ে শোনান দেশটির অ্যাটর্নি জেনারেল আবিচাই মান্দেলব্লিট। সেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ আছে।   গালফ নিউজ

এই বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু ইসরায়েলের একজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে ২ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার সমমূল্যের দ্রব্য গ্রহণ করেছেন। দেশটির একটি পত্রিকায় এ ব্যাপারে সংবাদ প্রকাশ করা হয়। আর এভাবে আইন ও বিচার মন্ত্রণালয়ের নজরে আসে নেতানিয়াহুর দুর্নীতির বিষয়টি।

অভিযোগটি আদালতে প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ এবং সর্বনিম্ন ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন বেঞ্জামিন নেতানিয়াহু।

অবশ্য নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি কোনো ধরনের দুর্নীতিতে জড়াননি।

এ দিকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর শঙ্কার মুখে পড়েছে ইসরায়েলের ভবিষ্যৎ নেতৃত্ব।

এসকে

আরও পড়ুন