• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৯, ০৭:৫২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০১৯, ০৭:৫৩ পিএম

নারী সহকর্মী নিয়ে শিক্ষকের নাগিন নাচ

নারী সহকর্মী নিয়ে শিক্ষকের নাগিন নাচ
নারী সহকর্মীর সাথে নাগিন নাচ করছেন এক শিক্ষক -ছবি : ইন্টারনেট

ট্রেনিং সেশনের বিরতিতে নাগিন নাচ নেচে ফেঁসে গেছেন তিন শিক্ষক। তাদের একজন হয়েছেন বরখাস্ত, দু’জনকে দেয়া হয়েছে শোকজ নোটিশ। জবাবে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হলে তারাও বরখাস্ত হতে পারেন।

শিক্ষকদের ট্রেনিং চলাকালে এমন নাগিন ড্যান্সের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে প্রথমে অনেকেই হতবাক হলেও পরে বিষয়টি নিয়ে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘শ্রেণিকক্ষের মেঝেতে নাগিন হয়ে ফণা তুলছেন এক নারী শিক্ষক। হাতের রুমালকে বীণ বানিয়ে বাজানোর অভিনয় করছেন অপর এক শিক্ষক। তার বীণে নাচছেন সেই শিক্ষিকা। ছোবল দিতে উদ্যত হয়েছেন। পুরো বিষয়টি উপভোগ করছেন অন্যান্য।’’

ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ নভেম্বর) ভারতের রাজস্থানের জালোরে একটি টিচার্স ট্রেনিং সেন্টারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জালোরে শিক্ষকদের একটি ট্রেনিং চলাকালে বিরতিতে একঘেয়েমি দূর করতে নাগিন ড্যান্সে অংশ নেন তিন শিক্ষক। তাদের মধ্যে ছিলেন ওই ট্রেনিংয়ের প্রধান ট্রেনারও।

আচরণবিধি ভঙের অভিযোগে ট্রেনারকে বরখাস্ত করেছে জালোরের জেলা শিক্ষা অধিদফতর।

জালোরের জেলা শিক্ষা কর্মকর্তা অশোক রোয়েশ্বল গণমাধ্যমকে বলেন, যে শিক্ষক নাগিন ড্যান্সের আয়োজনে ছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে। নাচে অংশ নেয়া অন্য দুই শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

অন্য দুজনকে বরখাস্ত না করে সতর্ক করা হলো কেন প্রশ্নে তিনি ভারতীয় ওই গণমাধ্যমকে জানান, ওই দুজন একেবারেই নতুন। হয়তো নিয়ম ঠিকমতো জানেন না। তাই তাদের সুযোগ দেয়া হচ্ছে। নাচে কোনও ক্ষতি নেই, কিন্তু আচরণবিধি তো মানা উচিত। একজন ট্রেনার এমনটা করলে কীভাবে ট্রেনিং চলবে?

এদিকে নাচের কারণে শিক্ষকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ায় শিক্ষা অধিদফতরের কঠোর সমালোচনা করেছেন ওই জেলার বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষকরা। এ নিয়ে নানা প্রশ্ন করছেন তারা।

এক শিক্ষক বলেছেন, ওই তিন শিক্ষক তো শুধু বিরতির সময়টা উপভোগ করছিলেন। এতে কি ট্রেনিংয়ের ক্ষতি হয়েছে? অশালীন কিছু ঘটেছে? এমন তো কিছুই ঘটেনি। সরকারি কর্মকর্তারা কি সহকর্মীদের সঙ্গে একটু মজাও করতে পারবেন না?

দিন দশেক আগে মাতাল বরের নাগিন ড্যান্স দেখে বিয়ে ভেঙে দিয়েছিলেন কনে। ঘটনাটি ঘটে ভারতের রাজস্থানে।

সে ঘটনা ভাইরালের পর এবার প্রায় একইরকম নৃত্য প্রদর্শন করে বরখাস্ত হলেন শিক্ষক।

এসএমএম

আরও পড়ুন