• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ১১:১৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ১১:১৫ এএম

তামিলনাডুতে দেয়াল ধসে ১৫ জনের মৃত্যু

তামিলনাডুতে দেয়াল ধসে ১৫ জনের মৃত্যু
কোয়েম্বাটুর জেলায় নাদুর গ্রামে দেয়াল ধসের ধটনা ঘটে-ছবি : ইন্টারনেট

ভারতের তামিলনাড়ুতে ভারী বর্ষণে বাড়ির ওপর দেয়াল ভেঙে ১৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে রাজ্যের কোয়েম্বাটুর জেলায় নাদুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায়, নিহতরা ঘুমিয়ে ছিলেন। ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় ২০ ফুট উঁচু দেয়াল ৪টি বাড়ির ওপর ভেঙে পড়ে। পরে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে ধ্বংসস্তূপ থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে।

রোববার (১ ডিসেম্বর) চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) জানায়, আগামী দুইদিনে প্রবল বৃষ্টি হতে পারে। এ রাজ্যের ছয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ১৭৬টি আশ্রয় কেন্দ্র খুলেছে রাজ্য সরকার। অন্যদিকে কুডালোর জেলার প্রায় এক হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। 

এসএমএম

আরও পড়ুন