• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০১:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০১:৩৬ পিএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি
নিরাপত্তা পরিষদে নিযুক্ত উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি কিম সুং- সংগৃহিত

মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার পরিণতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। খবর ‘পার্সটুডে’।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক বার্তায় নিরাপত্তা পরিষদে নিযুক্ত উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি কিম সুং বলেছেন, তার দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য নিরাপত্তা পরিষদের যে বৈঠক ডাকা হয়েছে তা একটি ষড়যন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্বেষী নীতির প্রতি প্রকাশ্য সমর্থন। 

পাশাপাশি উত্তর কোরিয়া যে কোনো ষড়যন্ত্রের পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেছেন, মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার পরিণতির বিষয়ে জাতিসংঘ যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা উত্তর কোরিয়ায় বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই পদক্ষেপ কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাবে না, বরং বাড়াবে।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য চলতি মাসেই (ডিসেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

এসকে