• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৩:০১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০৩:২২ পিএম

ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় কর্মবিরতি চলছে

ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় কর্মবিরতি চলছে

ইউরোপের দেশ ফ্রান্সে ইতিহাসের সবচেয়ে বড় কর্মবিরতি চলছে। সরকারি কর্মকর্তাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি এবং চাকরির সময়সীমা বাড়ানোর দাবিতে এরই মধ্যে কাজ বন্ধ করেছেন লাখ লাখ মানুষ। যেখানে অংশ নিয়েছেন পুলিশ, আইনজীবী, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোকজন।

কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইউনিভার্সাল পয়েন্ট ভিত্তিক অবসরভাতা ব্যবস্থার অংশ হিসেবে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও শুরু থেকেই বিষয়টির তীব্র আপত্তি জানিয়ে আসছেন কর্মীরা।

ইয়েলো ভেস্ট আন্দোলন চলাকালে বিক্ষোভকারীরা- ফাইল ফটো

এ দিকে সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি শতভাগ দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আগতরা।

অপর দিকে বিভিন্ন জরিপ থেকে দেখা যায়, ফ্রান্সের ৬৯ শতাংশ নাগরিক এই কর্মবিরতিকে সমর্থন জানিয়েছেন। এই সমর্থনকারীদের অধিকাংশই দেশটির ১৮-৩৪ বছর বয়সী।

এর আগে ১৯৯৫ সালে দেশটিতে আরও একবার একই ইস্যুতে কর্মবিরতিতে গিয়েছিলেন সরকারি কর্মকর্তারা। সে সময় টানা তিন সপ্তাহ যাবত চলে এই আন্দোলন। পরবর্তীকালে সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসলে কর্মসূচিটি প্রত্যাহার করা হয়।

চলতি বছরের শুরুতে জ্বালানি ও নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধির দাবিতে ইয়েলো ভেস্ট আন্দোলনে উত্তাল হয়েছিলো শিল্পের নগরী খ্যাত ফ্রান্সের রাজধানী প্যারিস।

এসকে

আরও পড়ুন