• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০১:১৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০১৯, ০১:১৩ পিএম

ইরানে শত শত ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইসরায়েলের

ইরানে শত শত ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইসরায়েলের

ইরানে শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাৎজ বলেছেন, ‘ইরানি প্রশাসন রেড লাইন অতিক্রম করলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দেশটির ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হবে।’

শনিবার (৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে ইতালির গণমাধ্যম ‘কুরিয়ার ডেলা সেরাকে’ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। 

ইজরায়েল কাৎজ বলেছেন, ‘ইরানের ওপর বোমা বর্ষণের বিষয়টি তেল আবিব বিবেচনা করছে। তেহরান যদি রেড লাইন অতিক্রম করে তাহলে ঐক্যবদ্ধ ফ্রন্ট বিষয়টি মোকাবিলা করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনোই ইরানকে পরমাণু অস্ত্রের মজুদ বৃদ্ধি করার সুযোগ দেব না। ইরানি প্রশাসন যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সর্বশেষ পথ হিসেবে আমরা সামরিক ব্যবস্থাকে গ্রহণ করব।’

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ‘তেহরানকে তাদের সকল কার্যক্রমের পরিণতি সম্পর্কে সচেতন থাকতে হবে। কেননা ইরান এরই মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিকে লঙ্ঘন করছে।’

এসকে