• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৭:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১১, ২০১৯, ০৭:১৪ পিএম

বাঙালিয়ানায় নোবেল মঞ্চ মাতালেন অভিজিৎ জুটি

বাঙালিয়ানায় নোবেল মঞ্চ  মাতালেন অভিজিৎ জুটি

ভারতীয়-আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জী ও তার স্ত্রী এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমার মঙ্গলবার (১০ ডিসেম্বর) সুইডেনে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন।

এনডিটিভি’র বরাত দিয়ে ইউএনবি জানায়, ক্রেমার প্রথাগত পোশাকে পুরস্কারটি গ্রহণ করলেও বাঙালি অভিজিৎ তার স্ত্রী ডুফলোকে নিয়ে খাঁটি বাঙালিয়ানা সাজে পুরস্কারটি গ্রহণ করেছেন।

৫৮ বছর বয়সী অভিজিৎ ক্রিম রঙের পাঞ্জাবি এবং সোনালি পাড়ের সাদা কেরলের বিশেষ ধুতি বা মুণ্ডু এবং গলাবন্ধ কালো জ্যাকেটে সেজেছিলেন।

ফরাসি-আমেরিকান এস্থার ডুফলো এই বিশেষ দিনে নীলাম্বরী। নীল শাড়ি, লাল ব্লাউজ এবং লাল টিপে একেবারে ভিন্নরূপে নোবেল পুরস্কার নিতে মঞ্চে ওঠেন স্বামী-স্ত্রীর জুটি।

গত অক্টোবরে নোবেল পুরস্কার ঘোষণার পর ভারতীয় অর্থনীতির অবস্থা এবং সরকারের নীতি নিয়ে অভিজিতের সমালোচনাকে নানাভাবে ব্যাখ্যা করেন বিজেপি নেতারা। বিজেপি নেতা অভিজিৎকে ‘বামপন্থী' অর্থনীতিবিদ হিসাবে অভিহিত করেন। 

নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জীর সাথে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মানব ক্ষমতায়নের প্রতি তার অনুরাগ স্পষ্টভাবেই দৃশ্যমান। ভারত তার কৃতিত্বের জন্য গর্বিত।

এসএমএম