• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৫:০৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৫:০৮ পিএম

বরিস আতঙ্কে ব্রিটিশ মুসলিমরা

বরিস আতঙ্কে ব্রিটিশ মুসলিমরা

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। ফলে দেশজুড়ে ইসলামভীতি (ইসলামোফোবিয়া) বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। কনজারভেটিভ পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর দেওয়া এক বিবৃতিতে নিজেদের আতঙ্কের কথা জানিয়েছেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের (এমসিবি) প্রতিনিধিরা।   মিডল ইস্ট মনিটর

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ৩৬৫ টিতে জয় পায়। যেখানে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬টি আসন। জনসনের দলের জয় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে যুক্তরাজ্যে বসবাসকারী মুসলমানদের।

স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান বলেন, জনসন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। আর এতে দেশজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, কনজারভেটিভ পার্টির ধর্মীয় গোঁড়ামির বিষয়টি আমরা নির্বাচনি প্রচারের সময়ও দেখেছি। তারা যে সব কথা বলেছেন সেগুলো ইসলাম বিরোধী। এ কারণেই কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসায় আমরা উদ্বিগ্ন।’

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জানান, জনসনের হাতে ব্যাপক ক্ষমতা রয়েছে। আমরা চাই, সব ব্রিটিশের জন্য যেন এটা যথাযথভাবে পালন করা হয়।

তবে বরিস জনসনের ওপর আস্থা রাখতে চান মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের প্রতিনিধিরা। এক বিবৃতিতে তারা বলেছেন, ‘প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ এক জাতি গঠনের ওপর গুরুত্ব দেবেন বলে আশা করি আমরা। দেশকে পরিশুদ্ধ করতে এবং সম্প্রদায়গুলোর মধ্যে একতা আনতে আমরাও নিজেদের প্রচেষ্টা জোরালো করব।’