• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৯, ০৮:৪৬ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৬, ২০১৯, ০৮:৪৬ এএম

ইরানে ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ

ইরানে ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ
বিক্ষোভের আশঙ্কায় ইরানের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ করা হয়েছে-ছবি : ইন্টারনেট

নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ইরানের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে বিদেশি ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানায় রয়টার্স।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিক্ষোভের ডাক ছড়িয়ে পড়ার পরদিন বুধবার এ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে গত মাসের গণবিক্ষোভে অংশ নিয়ে নিহত হওয়া ব্যক্তিদের স্বজনরা এ বিক্ষোভের ডাক দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাদের নিয়ে স্মরণসভারও ঘোষণা দেয়া হয় স্বজনদের পক্ষ থেকে। মূলত এরপরই হার্ডলাইনে যায় কর্তৃপক্ষ।

এর আগে গত নভেম্বরে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ কঠোর হাতে দমন করে ইরান। এখন ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপের ফলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়লেও সামাজিক যোগযোগ মাধ্যমে তার ভিডিও পোস্ট করা কিংবা বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়নের ভিডিও দেয়া কঠিন হয়ে পড়বে।

এসএমএম

আরও পড়ুন