• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০১:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২০, ০১:৪৪ পিএম

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে রাশিয়ার আহ্বান

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে রাশিয়ার আহ্বান
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ- ফাইল ফটো

সংকটাপন্ন পরিস্থিতি কাটাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জোড় আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। 

রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে শুক্রবার (১৭ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সম্মেলনে ল্যাভরভ বলেন, সম্মিলিতভাবে একটি নিরাপত্তা কৌশল গ্রহণের জন্য আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এজন্য এসব দেশের নেতাদের পরস্পরের প্রতি আস্থাশীল হতে হবে।  সে সঙ্গে একে অপরকে সামরিক মহড়ায় আমন্ত্রণ জানানোটাও অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে যেসব ঘটনা ঘটছে তাতে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটাই পথ আছে, তা হলো পারস্পরিক ঐক্য।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আজকের দুনিয়ায় বড় রকমের সমস্যা হয়ে দেখা দিয়েছে। কোনো দেশ অনৈতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করলে সে দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এসকে