• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৯:৫০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২০, ০৯:৫০ এএম

ট্রাম্পের অভিশংসন বিচারে ১০০ সিনেটরের শপথ

ট্রাম্পের অভিশংসন বিচারে ১০০ সিনেটরের শপথ
শপথ নিচ্ছে সিনেটররা -ছবি : বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু করতে শপথ নিয়েছেন ১০০ জন সিনেটর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিরপেক্ষ বিচারের লক্ষ্যে সিনেটরদের শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।

মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে ট্রাম্পের চূড়ান্ত বিচার প্রক্রিয়া শুরু হবে। এই নিয়ে তৃতীয় কোনও মার্কিন প্রেসিডেন্টের বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সিনেটে।

সিনেটররা সিদ্ধান্ত নেবেন ট্রাম্পকে অভিশংসন করা হবে কি হবে না।

গত বছরের ১৮ ডিসেম্বর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। এরপরই তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চকক্ষ সিনেটে ওঠে।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

সম্প্রতি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের পক্ষে ভোট পড়ে ২২৮টি আর বিপক্ষে পড়ে ১৯৩টি। আনুষ্ঠানিকভাবে ভোটের পর অভিশংসন-সংক্রান্ত প্রস্তাব ও নথিপত্র সিনেটে পাঠানো হয়। বিবিসি।

এসএমএম

আরও পড়ুন