• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০, ০৬:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৯, ২০২০, ০৬:৩৬ পিএম

আটকেপড়াদের বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করছে ঢাকা

আটকেপড়াদের বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করছে ঢাকা
উহানে আটকে পড়েছে বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রী ● বিবিসি বাংলা

চীনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। তাদের দেশে ফেরার ব্যবস্থা করতে চীনের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন তারা।

তবে এখনও আতঙ্কে দিন পার করছেন প্রবাসীরা। দ্রুত দেশে ফেরার আকুতি জানিয়েছেন অনেকে।

চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে উহান ছাড়াও আশপাশের প্রদেশগুলোতে।

ভাইরাসটি মহামারি আকার ধারণ করায়, চীনের বিভিন্ন প্রদেশ থেকে আসা ৬ হাজার চিকিৎসক উহানে দিনরাত কাজ করে যাচ্ছেন।

উহান শহরে আটকা পড়া প্রায় চারশো শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক, উদ্বেগ বাড়ছে। অনেকে দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর বাংলাদেশ দূতাবাস আটকে পড়া শিক্ষার্থীদের দেশে ফেরার বিষয়টি গুরত্বের সাথে চীন সরকারের কাছে তুলে ধরেছেন।

এরই মধ্যে শিক্ষার্থীদের একটি তালিকা তৈরির কাজ শুরু করেছে দূতাবাস। নিজেদের ওয়েবসাইটে দেশে ফিরে যাওয়ার একটি নিবন্ধন ফর্ম প্রকাশ করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন