• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০, ১২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২০, ১২:৫৭ পিএম

করোনাভাইরাস

বিশ্বব্যাপী আক্রান্ত ১৭ হাজার ৩০০, মৃত্যু ৩৬১

বিশ্বব্যাপী আক্রান্ত ১৭ হাজার ৩০০, মৃত্যু ৩৬১
করোনাভাইরাসে সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩০০ ছাড়িয়েছে ● এপি (ইউএনবি)

সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩০০ ছাড়িয়েছে। ভাইরসাটির উৎপত্তিস্থল চীনেই সবচেয়ে বেশি অর্থাৎ ১৭ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন।

চীন সীমান্তের সাথে থাকা হংকংয়ে ১৪ জন এবং ম্যাকাওয়ে ৭ আক্রান্ত হয়েছেন। 

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বরাত দিয়ে ইউএনবি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৬১ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই দেশটির হুবেই প্রদেশের বাসিন্দা এবং এখানেই গত ডিসেম্বরে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি প্রথম শনাক্ত করা হয়।

হুবেই প্রদেশের উহান শহর চীনের অন্যতম বড় শিল্পকেন্দ্র এবং বেশ কয়েকটি চীনা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখানে ব্যবসা পরিচালনা করে থাকে।

নতুন এই ভাইরাস ২৪টি দেশে ছড়িয়েছে। তবে চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জাপানে। সেখানে ২০ জন আক্রান্ত হয়েছেন।

থাইল্যান্ডে ১৯ জন, সিঙ্গাপুরে ১৮ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৫ জন আক্রান্ত হয়েছেন। ফিলিপাইনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এসএমএম

আরও পড়ুন