• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৫:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৫:৪৭ পিএম

যুক্তরাষ্ট্র-ভারত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির সম্ভাবনা

যুক্তরাষ্ট্র-ভারত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব শিগগিরই দুটি সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা দ্য টাইমস অব ইন্ডিয়া প্রকশিত এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

এ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শেষ দিকে ভারত সফর করবেন। এই সফরের আগেই দুই দেশের মধ্যকার ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি স্বাক্ষরিত হবে।

ভারতের রাষ্ট্রীয় সূত্রের বরাতে প্রকাশিত তথ্য মতে জানা যায়, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ৩০টি ‘হেভি ডিউটি সশস্ত্র হেলিকপ্টার’ পাবে ভারতীয় বিমান বাহিনী। চুক্তি সই হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে ইনস্টলমেন্টের ১৫ শতাংশ অর্থ দেবে ভারত। আর বাকি অর্থ দেওয়া হবে আগামী দুই বছরের মধ্যে, বিভিন্ন মেয়াদে।

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ফলপ্রসু আলোচনার ব্যাপারে আশাবাদী ভারত। এই সফরে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ও উভয় দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ব্যাপারে কথা বলবেন বলে জানিয়েছে মোদীর কার্যালয়।

এসকে