• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৫:৫২ পিএম

ইমরানের সঙ্গে বৈঠক করতে পাকিস্তানে এরদোগান

ইমরানের সঙ্গে বৈঠক করতে পাকিস্তানে এরদোগান

দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে পাকিস্তান পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। বর্তমানে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ইসলামাবাদে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এই সফরে তিনি কৌশলগত অংশিদারিত্ব ও অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার ব্যাপারে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুদিন এরদোগান পাকিস্তানে অবস্থান করবেন। এ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া পাকিস্তানের পার্লামেন্টেও ভাষণ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট।

জানা গেছে, এই সফরে এরদোগানের সঙ্গে তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা রয়েছেন। তাছাড়া বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরে (সিপিইসি) যোগ দিতে তুরস্ককে আহ্বান জানাবেন ইমরান খান।

এসকে