• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৬:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৬:৫৬ পিএম

নাইজেরিয়ায় ‘লাসসা’ জ্বরে ৭০ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ‘লাসসা’ জ্বরে ৭০ জনের মৃত্যু

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মহামারি আকারে ছড়িয়ে পড়ছে ‘লাসসা’ জ্বর। এই জ্বরে আক্রান্ত হয়ে দেশটিতে এর মধ্যেই ৭০ জনের মৃত্যু হয়েছে।

নাইজেরিয়ার দ্য ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (এনসিডিসি) দেওয়া তথ্যের বরাতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এ বিষয়ে এনসিডিসি জানিয়েছে, নাইজেরিয়ার তিনটি প্রদেশে লাসসা জ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এই প্রদেশগুলো হলো- অন্ডো, ডেলটা ও কাদুনা। এই তিনটি প্রদেশে এখন পর্যন্ত মোট ৪৭২ জন ‘লাসসা’ জ্বরে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা বলেছেন, খাবার, মলমূত্র ও গৃহস্থালি জিনিসপত্রের মাধ্যমে মানুষের শরীরে ‘লাসসা’ জ্বর ছড়ায়। ৮০ শতাংশ ক্ষেত্রে এই জ্বর প্রাণঘাতী নয়। এই জ্বরে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি মাথাব্যথা, মুখে ঘা, মাংসপেশিতে ব্যথা ও ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। এছাড়া অনেক সময় এই জ্বরে আক্রান্ত রোগীর কিডনি অচল হয়ে যায়।

উল্লেখ্য, ‘লাসসা’ জ্বরে আক্রান্ত রোগীকে ৬ থেকে ২১ দিন পর্যন্ত আলাদা স্থানে রাখা হয়। কেননা এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেই অন্যদের মধ্যে রোগটি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসকে