• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০, ১২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২০, ১২:৫৪ পিএম

লন্ডনে আজান দেয়ার সময় মুয়াজ্জিনের ওপর হামলা

লন্ডনে আজান দেয়ার সময় মুয়াজ্জিনের ওপর হামলা
(বাঁ থেকে) হামলাকারী আটক করেছে পুলিশ এবং (ডানে) আহত মুয়াজ্জিন ● ডেইলি মেইল

আজান দেয়ার সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন লন্ডনের এক মুয়াজ্জিন। হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রিজেন্ট পার্কের কাছে লন্ডন সেন্ট্রাল মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, আজান দেয়ার সময় মুয়াজ্জিনের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় সময় বিকাল ৩টার দিকে পুলিশ এসে ৭০ বছর বয়সী ওই মুয়াজ্জিনকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে। হাসপাতালে নেয়ার আগে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মসজিদের ভেতরে আটক এক ব্যক্তির ছবি টুইটারে পোস্ট দিয়েছেন মুসল্লিরা।

স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র বলেন, পার্ক রোডের মসজিদে পুলিশ ডাকা হয়েছিল। মুয়াজ্জিনের অবস্থা আঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ।

মসজিদে চেয়ারের নিচ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

এসএমএম