• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৫:০৭ পিএম

ইসরায়েলের বিমান হামলায় ছয় জন নিহত

ইসরায়েলের বিমান হামলায় ছয় জন নিহত

ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর দুই সদস্য এবং ইরান সমর্থিত চার যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলের দিকে জিহাদীরা রকেট ছোড়ার পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে।

 

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে- ফিলিস্তিন ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের চার সদস্য এবং ইরান সমর্থিত মিলিশিয়ার ৬ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়ে তাদের মেরে ফেলা হয় বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক দল।

এর আগে ইসরায়েলের দিকে তারা রকেট ছোড়ে বলে দাবি করেছে দলটি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজার কয়েকটি স্থানেও হামলা চালিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তাদের প্রতিবেদনে বলেছে, দামেস্ক বিমানবন্দরের কয়েক কিলোমিটারের মধ্যে একটি স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা করে, যা মূলত ইসলামিক জিহাদ ও ইরানের রিভল্যুশনারি গার্ডের অনুগতদের ঘাঁটি।

এসকে