• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৪:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৪:০৭ পিএম

দিল্লির হিংসার ‘নীরব দর্শক’ কেন্দ্র ও দিল্লি সরকার : কংগ্রেস

দিল্লির হিংসার ‘নীরব দর্শক’ কেন্দ্র ও দিল্লি সরকার : কংগ্রেস
রাষ্ট্রপতি কাছ স্মারকলিপি দেন সোনিয়া গান্ধী ● এনডিটিভিবাংলা

কর্তব্যে গাফিলতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বরখাস্ত করা উচিত এবং কেন্দ্র ও দিল্লির নবনির্বাচিত সরকার দিল্লির হিংসার নীরব দর্শক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এমনই অভিযোগ জানিয়ে স্মারক লিপি দিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

দিল্লির হিংসায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪-এ। আহত ২০০-রও বেশি।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে আর্জি জানাই রাজধর্ম পালনে তিনি নিজের ক্ষমতার ব্যবহার করুন।

সোনিয়া গান্ধী বিজেপি ও আম আদমি পার্টিকে উদ্দেশ্য করে বলেন, কেন্দ্র ও দিল্লির নবনির্বাচিত সরকার দিল্লির হিংসার নীরব দর্শক।

কংগ্রেস হিংসার কারণে অমিত শাহর পদত্যাগও দাবি করেন তিনি। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছে।

চারদিন ধরে চলতে থাকা সংঘর্ষে লেগেছে সাম্প্রদায়িকতার রঙ। 

পুলিশের প্রতি অভিযোগ, তারা দাঙ্গা নিয়ন্ত্রণ করতে পারেনি। পাথর ছোঁড়া, লুঠপাটের ক্ষেত্রেও পুলিশ কিছু করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। এনডিটিভিবাংলা।

এসএমএম