• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৮, ০২:২০ পিএম

শান্তিপূর্ণ নির্বাচনের আহবান জাতিসংঘ মহাসচিবের

শান্তিপূর্ণ নির্বাচনের আহবান জাতিসংঘ মহাসচিবের
ফাইল ফটো

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি শান্তিপূর্ণ, সংঘাতমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতিরেস। বুধবার ( ২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের আগে এবং পরে সকল প্রকার সহিংসতা, ভয় এবং সঙ্কটপূর্ণ পরিবেশ যাতে না হয় সকল দলকে সেটি নিশ্চিত করতে হবে। 

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তার ব্যক্তিগত টুইটার বার্তায় বলেন, "বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে জাতিসংঘের মহাসচিব সহিংসতা, ভয় এবং জবর-দখলমুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।"

বিবৃতিতে মহাসচিব আরও বলেন, ভোটাধিকার প্রয়োগে সংখ্যালঘু ও নারীসহ সকল বাংলাদেশী নাগরিকের  নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদেরও আত্মবিশ্বাসী হতে হবে। তিনি বলেন, "নাগরিক সমাজ ও নির্বাচন পর্যবেক্ষকদের এই প্রক্রিয়ায় অংশ নিতে জনগণকে সাহাযোগিতা করতে হবে।

একইসঙ্গে শান্তিরক্ষায় গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করার জন্য জাতিসংঘের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

 

 

 

এস_খান