• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৩:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৩:১৪ পিএম

দিল্লি সহিংসতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

দিল্লি সহিংসতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

ভারতের রাজধানী দিল্লিতে কয়েকদিন ধরে চলা সাম্প্রদায়িক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর ‘এএফপি’।

নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে ভারত। রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে এই আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সহিংসতা চলছে। এই সহিংসতার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। এ সহিংসতায় এখন পর্যন্ত ৩৮ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া সহিংসতা চলাকালে পুলিশের ওপর হামলা এবং সাংবাদিক নির্যাতনের মত ঘটনাও ঘটে।

এমন পরিস্থিতিতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক এক সংবাদ সম্মেলনে দিল্লির সহিংসতা নিয়ে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এক বার্তায় গুতেরেস বলেছেন, বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে দেওয়া উচিত। সে সঙ্গে যত দ্রুত সম্ভব পরিবেশ শান্ত করা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি। সরকারের উচিত এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।

এ দিকে জাতিসংঘ নিবিড়ভাবে দিল্লি পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

প্রসঙ্গত, টানা পাঁচ দিনের সহিংসতায় দিল্লিতে এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক'শ মানুষ।

এসকে

আরও পড়ুন