• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০১:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২০, ০১:৫২ পিএম

কোভিড-১৯

মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো

মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ২১ হাজার ২০০ জন এবং আক্রান্তের সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২৮৭ জনের। অপরদিকে ১ লাখ ১৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই দেশ ইতালি ও স্পেন। ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৮৩ জন। এ নিয়ে সেখানে কোভিডে প্রাণ হারালেন মোট ৭ হাজার ৫০৩ জন। ইতালিতে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২১০ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন। এ পর্যন্ত ৯ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। তাদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।

মৃত্যুর মিছিলে তার পরের অবস্থান স্পেনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫৬ জন, আক্রান্ত হয়েছে ৩৬৪৭ জন । এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জন, মৃত্যু ৩ হাজার ৬৪৭ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬১০ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এদিন ২২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৯৪৭ জনে পৌঁছেছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪৮৬ জন। সেখানে এখন মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৩৪২ মোট মৃত্যুর সংখ্যা ৯২২ জনে। যার মধ্যে নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন, মহামারি কোভিড-১৯ মোকাবেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প।

ভয়াবহ পরিস্থিতি ফ্রান্সেও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৩১ জন, আক্রান্ত ২ হাজার ৯২৯ জন। দেশটিতে মোট মৃত্যুর ঘটনা ১ হাজার ৩৩১টি, আক্রান্ত ২৫ হাজার ২৩৩ জন। কোভিডের বিরুদ্ধে লড়াই করতে সেনা বাহিনীর একটি বিশেষ দল মাঠে নামিয়েছে ফ্রান্স।

ইরানে ১৪৩, নেদারল্যান্ডসে ৮০ ও যুক্তরাজ্যে প্রাণহানি হয়েছে ৪৩ জনের এবং জার্মানিতে ৪৭ জনের মৃত্যু হয়েছে। প্রথম মৃত্যুর পর আলাস্কায় বন্ধ করে দেয়া হয়েছে ৭০ শতাংশ ফ্লাইট।

কোভিডে ফিলিস্তিনে প্রথম মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ৬২ জন। ভাইরাস মোকাবেলায় কারফিউর সময়সীমা বাড়িয়েছে লিবিয়া।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। চীনে কোভিডের প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।

এসএমএম