• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৭, ২০২০, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০২০, ০৭:৪৫ পিএম

কোভিডে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

কোভিডে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

লন্ডনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে,  বরিস জনসনের দেহে করোনাভাইরাস সংক্রমণের মৃদু ‘উপসর্গ’ দেখা দিয়েছে, এবং তিনি ডাউনিং স্ট্রিটেই আইসোলেশনে অর্থাৎ সবার থেকে আলাদা হয়ে থাকবেন।

তবে করোনাইরাস সঙ্কট মোকাবেলায় ব্রিটেনের সরকারের প্রয়াসের নেতৃত্ব তিনিই দেবেন বলে বিবৃতিতে বলা হয়।

টুইটারে এই খবর নিজেই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তিনি লিখেছেন, গত ২৪ ঘণ্টা ধরে কাশি ও অন্যান্য উপসর্গ দেখা দিয়েছিল। এখন টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। 

বরিস জনসনের টুইট বার্তা

তবে তিনি বাড়ি থেকেই সরকারের কাজকর্ম পরিচালনা করবেন জানিয়েছেন। একই সঙ্গে সবাই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তাও দিয়েছন বরিস জনসন।

এসএমএম