• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০৯:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০২০, ১০:০০ পিএম

কোভিড-১৯

সুস্থ হয়েছেন ২,৫৩,৮৬৪ জন

সুস্থ হয়েছেন ২,৫৩,৮৬৪ জন
কোভিড-১৯ মোকাবেলায় সারা দুনিয়ার ডাক্তার ও বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন ● বিবিসি

করোনাভাইরাস জনিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ লাখ ২৫ হাজার ৭২৮ জন মানুষ।

রোববার (৫ এপ্রিল) প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৫২০ জনে। তবে এত খারাপ খবরের মধ্যে ভাল খবর হচ্ছে করোনা থেকে বেঁচে ফিরেছেন ২ লাখ ৫৩ হাজার ৮৬৪ জন।

করোনায় এখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পার করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩ লাখ ১২ হাজার ২০৬ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে ১৪ হাজার ৮২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্পেনে আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪১৮ জন।

ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫ হাজার ৩৬২ জন নাগরিক।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্তের সংখ্যা ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি জানান, বাংলাদেশে ৮৮ জনের মধ্যে ৩৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

এসএমএম