• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২০, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২০, ০৫:৫২ পিএম

আসামের দুটি মসজিদে তাবলিগ সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা

আসামের দুটি মসজিদে তাবলিগ সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা

আসামের দুটি মসজিদে তাবলিগ জামাতের সদস্যরা ঢুকতে পারবে না। সংশ্লিষ্ট মসজিদ কমিটি এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কামরূপ জেলার রাঙ্গিয়ার সাহান মসজিদ কমিটি শনিবার (২৫ এপ্রিল) নোটিশ দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। 

নোটিশে বলা হয়, দিল্লির ধর্মীয় সমাবেশে যোগ দেয়া তাবলিগ জামাতের সদস্যরা মসজিদে ঢোকার চেষ্টা করবেন না। আপনাদের মসজিদে প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ।

নোটিশে এ-ও উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আসামের নওগাঁওয়ের পুরানিগুদাম এলাকার এক মসজিদেও অনুরূপ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন সামাজিক সংগঠন আঞ্জুমান-ই-ইসলামের সহসচিব জাকির হোসেন। ভবিষ্যতে কেউ যদি তাবলিগ জামাতে যায়, তাদের ক্ষেত্রেও একইরকম পদক্ষেপ করা হবে বলে মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

লকডাউন চলার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়িতেই এবার তারাবি নামাজ পড়বেন আসামের মুসলিমরা। বুরহা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নিজামুল হকসহ আসামের একাধিক মুসলিম নেতা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, ঘরে থেকেই নমাজ পড়ুন।

মসজিদ কমিটির সঙ্গে কথা বলে নলবাড়ি জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, রমজান মাসে বাড়িতে বাড়িতে ফুল ও মাছ পৌঁছে দেবে।

এসএমএম

আরও পড়ুন