• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২০, ২০২০, ০৪:২০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০২০, ০৪:২০ পিএম

স্থলভাগে আছড়ে পড়ছে আম্ফান

স্থলভাগে আছড়ে পড়ছে আম্ফান
ছবি আনন্দবাজার এর সৌজন্যে

উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’ (প্রকৃত উচ্চারণ উম পুন)।

আলিপুর আবহাওয়া দফতর জানায়, দুপুর আড়াইটা থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। পুরোপুরি আছড়ে পড়তে সময় লাগবে আরও চার ঘণ্টা। আম্ফানের সামনের অংশ এরই মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

দুপুর তিনটার সময় সাগরদ্বীপ থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে আম্ফান। দিঘা থেকে ৬৫ কিলোমিটার দূরে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২৫ কিলোমিটার।

বুধবার (২০ মে) সকাল থেকে ২২ কিমি বেগে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে স্থলভাগের দিকে এগিয়ে এসেছিল আমপান। কিন্তু এখন প্রতি ঘণ্টায় ২৮ কিমি বেগে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সুপার সাইক্লোনিক স্টর্ম থেকে আম্ফান এখন ‘এক্সট্রিমলি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হয়েছে। কিছুটা শক্তি হারালেও এখন ‘অতি মারাত্মক’ চেহারা নিয়েই দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী কোনও অঞ্চলে আজ, বুধবার বিকাল অথবা সন্ধ্যার মধ্যে আছড়ে পড়ার শঙ্কা রয়েছে। আনন্দবাজার।

এসএমএম

আরও পড়ুন