• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৩, ২০২০, ০৩:২৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০২০, ০৩:২৫ পিএম

কোভিড-১৯

সশস্ত্র বাহিনীর ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১০২০

সশস্ত্র বাহিনীর ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১০২০

দেশে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ১,০২০ জন, পরিবারের ৯২ জন সদস্য এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১,৩৬৪ জন করোনাভাইরাস ( কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন ও ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই পর্যন্ত ১০ জন রোগী মৃত্যু বরণ করেছে। তার মধ্যে অবসরপ্রাপ্ত ৮ জন এবং ২ জন কর্মরত সেনাসদস্য। যারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবৎ অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুকালে কোভিড-১৯ এ সংক্রমিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ৪,৩৭৫ জন, পরিবারবর্গ ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২,২৬১ জন সদস্যের মোট ৭,৪১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এসএমএম

আরও পড়ুন